চট্টগ্রামের ৯ উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা

চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে নয়টিকে ‘রেড জোন’ ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আর বাকি পাঁচটি রয়েছে সবুজ ও হলুদ জোনে।

এক লাখ জনসংখ্যার বিপরীতে ১০ জন বা তার অধিক করোনায় আক্রান্তের বিবেচনায় এই রেড জোনে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে ‘রেড জোনে’ থাকা উপজেলাগুলো হলো- আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড। এর মধ্যে হাটহাজারী উপজেলায় ৪ লাখ ৯৫ হাজার ৮৬১ জন জনসংখ্যার বিপরীতে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন; যা প্রতি লাখ জনসংখ্যা অনুপাতে ৩৫ দশমিক ৫ জন আক্রান্ত।

হলুদ জোনে রয়েছে ফটিকছড়ি, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলা। এর বাইরে চট্টগ্রামে এখন পর্যন্ত নিরাপদ উপজেলা হিসেবে সবুজ জোনে রয়েছে মিরসরাই এবং সন্দ্বীপ উপজেলা। সন্ধীপ উপজেলায় ৩ লাখ ৬৮ হাজার ৪১৯ জন জনসংখ্যার বিপরীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন।

Share this post

scroll to top