গ্রামীণফোনের ওপর বিটিআরসি’র নতুন বিধিনিষেধ আরোপ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের (জিপি) ওপর নতুন দুটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একটি চিঠিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরকে উল্লেখযোগ্য বাজার শক্তি (এসএমপি) ঘোষণা করার ১৬ মাস পর এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

বিধিনিষেধ অনুসারে, জিপি’র জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) লক-ইন সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এছাড়াও কোনো প্যাকেজ বা অফার প্রদান করার আগে বিটিআরসি থেকে আগেই অনুমোদন নিতে হবে গ্রামীণফোনকে।

বিধিনিষেধের অধীনে এখন বিদ্যমান বিভিন্ন পরিষেবা, প্যাকেজ ও অফারগুলোর জন্য ৩১ আগস্টের মধ্যে অনুমতি নিতে হবে।

তবে নতুন অফার এবং প্যাকেজগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই থেকে।

ওই চিঠিতে আরো বলা হয়, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না জিপি।

এসকল নির্দেশনার কথা জানিয়ে রোববার গ্রামীণফোনের কাছে এই চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

গত বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণফোনকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে কমিশন।
সূত্র : ইউএনবি

Share this post

scroll to top