গৌরীপুর পৌরসভায় ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরে ৫৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭৪৮ টাকা ৩৫ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্তর পরিমাণ ৩৬ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা ৫০ পয়সা।

রোববার (২৭ জুন) বিকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহররের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি পৌরশহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস।

বাজেট প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন- প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মো. রইছ উদ্দিন, আবু কাউছার চৌধুরী রন্টি, তৃতীয় মাত্রার বিশেষ প্রতিনিধি শামীম খান, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির, ওবায়দুর রহমান।

বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র (১) নাজিম উদ্দিন, প্যানেল মেয়র (২) দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র (৩) রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নূর ইসলাম, জিয়াউর রহমান, মো. এমরান, সাদেকুর রহমান, আরিফুল ভুইয়্যা এনাম, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।

Share this post

scroll to top