গৌরীপুরে মৎস্য চাষে কায়কোবাদের অভাবনীয় সাফল্য

kaikobad-gouripurলিজ নেওয়া জমিতে তেলাপিয়া, কার্প থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ চাষের  মাধ্যমে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কিল্লাতাজপুরের মো. কায়কোবাদ।

২০১৩ সালের দিকে লিজে ১/২ একর  দিয়ে মৎস্য চাষ শুরু হলেও বর্তমানে তার পরিধি বাড়িয়ে ৭একর ভূমিতে বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে ছোট-বড় ২০টি মৎস্য পুকুর । মৎস্য চাষে পেয়েছেন অভাবনীয় সাফল্য। কাঙ্খিত সাফল্য পাওয়ার পর মাছ চাষের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনার কথাও জানান  মৎস্যচাষী। ছোট-বড় ২০টি  পুকুর  থেকে বছরে ৩৯-৪২ মে.টন মাছ বিক্রি হয় জানিয়ে  মো. কায়কোবাদ বলেন, চলতি বছরে মাছ বিক্রি থেকে ১৫লাখ টাকারও বেশি আয় করেছেন।

সরকারি পৃষ্ঠপোষকতা ও মাছ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে উঠলে  মৎস্য চাষের উজ্জল সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেন  মো.  কায়কোবাদ। তার এই উন্নতি দেেখ অসংখ্য বেকার যুবক মাছ চাষে উদ্যেগ নিয়েছে।

১০ সদস্যের যৌথ পরিবারের গর্বিত সদস্য মো.কায়কোবাদের উৎপাদিত মাছ আশেপাশের দুটি ইউনিয়নের কয়েকটি বাজারে বিক্রি হচ্ছে। ফলে স্থানীয়রা স্বল্প মুল্যে হাতের কাছেই পাচ্ছে তরতাজা মাছ।

Share this post

scroll to top