গৌরীপুরে বাস-লড়ি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহি বাস ও লড়ির সংঘর্ষে দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। নিহতরা হলেন নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৭) ও আতারগাওঁ গ্রামের মবিন (৩২)। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জগামী এম.কে সুপার নামের একটি বাস গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হন। এতে আহত হন বাসযাত্রী, মবিন, সজিব, রহিমা বেগম, খোশনাহার, কালাম মিয়া, আমিনুল হক, মনি আক্তার, নাবিল, হলুদ মিয়া, লতিফ মিয়া, এমদাদুল হগক সরকার, মরিয়া আক্তার, বশির উদ্দিন, রাফিয়া আক্তার। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মবিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। গতকাল বুধবার (আজ ১৭.০৪.২০১৯) ভোরে মবিন নামের অপর যাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত মবিনের পারিবারের লোকজন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন,বাস-লড়ির সংঘর্ষে নিহত সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top