গৌরীপুরে নিষিদ্ধ প্লাস্টিক-বস্তা ব্যবহারের দায়ে ২ রাইস মিলকে জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে বসাক ও হাসিম অটো রাইস মিলের দুই মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধর অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ইউএনও’র অফিস সহকারী মো. রইছ উদ্দিন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, অভিযানকালে এ উপজেলার মধ্যবাজার এলাকায় বসাক অটো রাইস মিল ও বাহাদুরপুর এলাকায় হাসিম অটো রাইস মিলে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করতে দেখা যায়। এসময় প্লাস্টিকের বস্তাগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে বসাক অটো রাইস মিলের মালিক নীল কমল বসাককে ৫ হাজার ও হাসিম অটো রাইস মিলের মালিক নারায়ণ চক্রবর্তী কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this post

scroll to top