গফরগাঁওয়ে ৫০হাজার কর্মহীন দুঃস্থ ও অসহায় জনগণকে খাদ্য সহায়তা প্রদান

GFN News Pictureময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান কর্মসুচী অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চলমান কর্মসুচীর অংশ হিসেবে গফরগাঁও সরকারি ইসলামিয়া হাই স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর এলাকার দেড় হাজার জনগণের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান আরশাফ উদ্দিন বাদল ও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন, সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল জক ঢালী, লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ ইউপি চেয়ারম্যানগণ ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

জরুরি খাদ্য সহায়তা প্রদান কর্মসুচীর অধিনে এ পর্যন্ত গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ হাজার ৫০০ প্যাকেট, জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ত্রাণ তহবিল থেকে ১০ হাজার প্যাকেট, পৌর এলাকায় পাঁচ হাজার প্যাকেট এবং ব্যক্তিগতভাবে আরো ১৫ হাজার প্যাকেট খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করা হয়েছে। করোনা দুর্যোগ চলাকালীন ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকলে বলেও জানানো হয়।

Mymensingh-GFN News Picture

Share this post

scroll to top