গফরগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসে ডাকাতি, চালক আহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদলের রামদার কূপে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম আহত হন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গফরগাঁও-রামপুর সড়কে এ ঘটনা ঘটে

ভুক্তভোগী আইটি ব্যবসায়ী খন্দকার ফাইদুল ইসলাম জানায়, পরিবারবর্গ নিয়ে তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রাত ২টার দিকে গফরগাঁও-রামপুর সড়কের ভরভরা গ্রামের মইন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অজ্ঞাতনামা মুখোশধারী ৬/৭ জনের একদল দুর্বৃত্ত সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ছিনতাইকারী দল রামদা দিয়ে কুপিয়ে মাইক্রোবাস ভাংচুর করে এবং চালক শফিকুল ইসলামকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে দেশীয় অস্ত্রের মুখে আইটি ব্যবসায়ী খন্দকার ফাইদুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা. ৫ ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

Share this post

scroll to top