গফরগাঁওয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ছেলে, বাবা আহত

বিদ্যুৎস্পৃষ্টময়মনসিংহের গফরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের সংযোগ লাইনে জড়িয়ে রিয়াদ (১৬) নামে এক তরুণ নিহত হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামের আনোয়ার ও কামাল নামে দুই ব্যক্তি মেইন লাইন থেকে পিলারের খুটি দিয়ে ধান ক্ষেতে সেচ দিতে পাম্পে সংযোগ লাইন নেন। কিন্তু পিলারের খুটি ভেঙে যাওয়ায় পরে বাঁশের খুটি দিয়ে পিলারের খুটিকে ঠেকা দেন। এতে সংযোগ লাইনটি নিচু হয়ে যায়।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঠেক দেওয়া বাঁশের খুটির পাশে ঝুলে থাকা তারে জড়িয়ে একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে রিয়াদ ছটফট করতে থাকে। এ সময় তছলিম উদ্দিন ছেলেকে বাঁচাতে এসে নিজেও আহত হন।

পরে প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবা বেঁচে গেলেও বিকালে ছেলে রিয়াদ মারা যায়। লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গফরগাঁও থানায় মামলা দায়েরের কথা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। বিদ্যুৎ হেলাফেলার বিষয় নয়। লাইনটি ঝুঁকিপূর্ণভাবে রাখা ঠিক হয়নি।

Share this post

scroll to top