গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর ২ জন যুবককে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে মো: জিসান মিয়া(৩২) ও একই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির(২৭)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়- গ্রেফতারকৃত মো: জিসান ও নাজমুল ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উস্কানিমূলক পোস্ট দিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে।ইউপি চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে পাগলা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেইক আইডি গুলোকে চিহ্নিত করে।

সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পাগলা থানার অফিসার ইন চার্জ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this post

scroll to top