গফরগাঁওয়ে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করে পানিতে চুবালো ছেলে

জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করে পানিতে চুবানোর অপরাধে রফিকুল ইসলাম নামে এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গন্ডগ্রাম গ্রামে।

এ ঘটনায় অসহায় বাবা জয়নাল আবেদীন গফরগাঁও থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের গন্ডগ্রাম গ্রামের জয়নাল আবেদীনের (৬৫) ছেলে রফিকুল ইসলাম জমি লিখে দেয়ার দাবিতে প্রায়ই বাড়িতে ঝগড়া সৃষ্টি করাসহ বাবার সাথে সবসময় খারাপ আচরণ করতো।

রোববার রফিকুল ইসলাম পুনরায় জমি লিখে দেওয়ার দাবি জানিয়ে বাড়িতে ঝগড়ার সৃষ্টি করে। এ সময় রফিকুল ইসলাম তার বৃদ্ধ বাবাকে সামনে পেয়ে মারধর করে বাড়ির সামনে পুকুরের পানিতে নিয়ে চুবায়।

এ সময় প্রতিবেশীরা এসে বৃদ্ধ বাবাকে ছেলের হাত থেকে উদ্ধার করে।

পরে ওই দিনই অসহায় বাবা জয়নাল আবেদীন ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার রাতে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন গন্ডগ্রামের নিজ বাড়ি থেকে আটক করেন রফিকুল ইসলামকে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার বলেন, বৃদ্ধ বাবাকে মারধর করা খুবই অন্যায় কাজ। এ ধরনের পাষণ্ড ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top