কোনো অপরাধীকে ছাড় দেইনি: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি। অনেকে আমাদের দলে ও সরকারে ঢুকে, অনেক বড় বড় ব্যক্তিদের সান্নিধ্যে এসেও রক্ষা পায়নি। দেশরত্ন শেখ হাসিনা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলেই আমরা এ ধরনের অপরাধীদের জনসম্মুখে আনতে পেরেছি। গোয়েন্দা সংস্থা কাজ না করলে সাহেদদের আমরা চিনতে পারতাম না। সাবরিনারা আমাদের মধ্যে লুকিয়ে থাকতো।

তিনি বলেন, সরকারকে আমাদের সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। করোনা বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশই বিপর্যস্ত হয়েছে। বাংলাদেশ সরকার পর্যদুস্ত হয়নি। মোকাবিলা করেছে।

করোনা মোকাবিলায় সবাইকে সচেতনতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

পরে ইশানিয়া বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্র, বাতাসন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ভান্ডার খণ্ড উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সেতাবগঞ্জ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা রাণী পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র এম আব্দুস সবুর প্রমুখ।

এর আগে দিনাজপুরের প্রবীণ নাগরিক সদ্য প্রয়াত অমলেন্দু ভৌমিকের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পরে দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

Share this post

scroll to top