কিশোরগঞ্জে ১ হাজার দরিদ্রকে খাদ্য সহায়তা ওলামা পরিষদের


কিশোরগঞ্জ জেলা ইমাম ও ওলামা পরিষদ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। বৃহস্পতিবার শহরের তারাপাশা নূরাণী মাদ্রাসা প্রাঙ্গনে প্রত্যেকের হাতে খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেওয়া হয়।প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও একটি সাবান।এ সময় জেলা ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক তারাপাশা নূরাণী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আবুল বাশার, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সাব্বির আহম্মদ রশিদ, মাওলানা শোয়াইব, মাওলানা আব্দুল মোমেন শেরজাহান, মাওলানা নাসির উদ্দিন আসাদ, আব্দুল্লাহ সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় করোনা থেকে মুক্তি এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Share this post

scroll to top