কিশোরগঞ্জে আরো ৫ জনের করোনা শনাক্ত, মোট ১৯৯

কিশোরগঞ্জে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে।

মঙ্গলবার (১২ মে) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, রোববার (১০ মে) ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ৯৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পুরাতন এক জনেরসহ নতুন ৫ জনের করোনা পজিটিভ ও ৯৩ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্ত পাঁচজনের মধ্যে- ভৈরবে ৪ ও তাড়াইল উপজেলায় ১ জন। এছাড়াও ভৈরবে ১ জন কোভিড-১৯ পজিটিভ পুরাতন রোগীর তৃতীয় নমুনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট ১৯৯ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া মঙ্গলবার ৮ জনসহ মোট ১৭২ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং ৫ জন করোনা পজেটিভ রোগী মারা গেছেন। বর্তমানে ২৪ জন করোনা পজিটিভ রোগী ও ৪ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন।

Share this post

scroll to top