কিংবদন্তী ক্রিকেটার রামচাঁদ গোয়ালার সৎকার সম্পন্ন

Ram-Chand-Goalaঢাকার ক্লাব ক্রিকেটের ইতিহাসের কিংবদন্তী ক্রিকেটার রাম চাঁদ গোয়ালা শুক্রবার সকালে ময়মনসিংহের বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গত ৯ জুন তিনি স্ট্রোক করলে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন আগে বাসায় নেয়া হলে শুক্রবার আবারো স্ট্রোক করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তী এই ক্রিকেটারকে নগরীর কেওয়াটখালি মহাস্মশানে সৎকার করা হয়।

রাম চাঁদ গোয়ালা ঢাকার ক্লাব ক্রিকেটে ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আবাহনীর ক্রিকেটার হিসেবে খেলেন। তিনি ক্রিড়া লেখক সমিতির তিনবারের সেরা খোলোয়ার। বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা ছিলেন চির কুমার। ক্রিকেটের সঙ্গেই জীবন বেঁধেছিলেন তিনি। তাঁর হাতেখড়ি নিয়ে ময়মনসিংহের অনেক ক্রিকেটার এখন জাতীয়দলে খেলেছেন। তৎকালীন সময়ে ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার হিসেবে সুনাম কুড়িয়েছিলেন তিনি। এই কীর্তিমান ক্রিকেটার ৫৩ বছর বয়সেও প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিলেন। ময়মনসিংহে ক্রিকেট শুরু হলে সত্তোর ও আশির দশকে রাম চাঁদ গোয়ালা ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়মিত পারফরর্মার। তিনি দীর্ঘদিন নীরব জীবন যাপন করেন। ক্রিকেটের স্বর্ণালি ইনিংস শেষ করেছেন অনেক আগেই। বার্ধক্যজনিত কারণে এবার জীবনের ইনিংসের পরিসমাপ্তি ঘটালেন। সতীর্থরা তাঁকে ডাকতেন ‘গোয়ালাদা’ বলে। তার বড় ভাইয়ের নাতি প্রাঞ্জল গোয়ালা জানান, শুক্রবার সকালে ঘুমের মধ্যেই পরলোকে গমন করেছেন তিনি।

Share this post

scroll to top