কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি উবায়দুল্লাহ রুমির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের হয়ে রাতারাতি কিভাবে কোটি টাকার মালিক হলেন এবং  ওই কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিনের ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল আজিজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, ঢাকা প্রতিদিন নান্দাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশের খবর প্রতিনিধি জাহিদ হাসান, আজকের পত্রিকা প্রতিনিধি মহিউদ্দিন রানা, (বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রেজাউল করিম রাজু, আজকের বিজনেস প্রতিনিধি শাহরিয়ার রশিদ রিয়াদ, আমাদের অর্থনীতি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ তারেক, ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, পর্যবেক্ষন প্রতিনিধি এহসানুল হক, রূপসাঞ্চল প্রতিনিধি জাকির মোল্লা, বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি এশতামুল হক প্রমূখ।

এছাড়াও হুমায়ুন কবীর, নোমান আহমেদ, রুবেল মিয়া, বাবলু মিয়া, হাবিব মিয়া, কামাল হোসেন, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ‘নামে-বেনামে শত কোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’ শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিনে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই নানাভাবে ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমিক প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানোয় ইতোমধ্যে ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-৮২৯, তাং-১৫-১২-২০২১ইং) করা হয়েছে।

Share this post

scroll to top