কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর কারারক্ষী পিন্টু মিয়াকে (৩০) ৩২৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন।

পিন্টু ঢাকা জেলার ধামরাই উপজেলার গারাইল গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

ওসি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার পিন্টু কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকতে যায়। এ সময় সেখানে কর্তব্যরত কারারক্ষী আতিকুর রহমান ছিলেন। এসময় পিন্টুর আচরণে সন্দেহ হলে তিনি পিন্টুর দেহ তল্লাশি করেন। এ সময় তার সঙ্গে ৩২৮পিচ ইয়াবা পান। বিষয়টি তিনি কারা কর্তৃপক্ষকে জানান। পরে পিন্টুকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে পিন্টুর বিরুদ্ধে কাশিপুর থানায় এক মাদকের মামলা দায়ের হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার রীতেশ চাকমা জানান, পিন্টু মিয়া তিন বছর ধরে এ কারাগারে কারারক্ষী পদে চাকুরি করছেন। এর আগে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ছিলেন। হাইসিকিউরিটি কারাগারে থাকাকালেও পিন্টু মিয়া গাঁজা সরবরাহের অভিযোগে একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার সঙ্গে ইয়াবা পাওয়ার পর তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Share this post

scroll to top