কাবুলে বড় ধরনের বিস্ফোরণ, হতাহতের আশংকা

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতের আশংকা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। জাতিগত সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর ওপর তালেবানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত আফগান রাজধানীর কেন্দ্রস্থলের একটি হাইস্কুলের সামনে জড় হয়েছিল। তার কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে। এটি পেতে রাখা বোমা হামলা নাকি আত্মঘাতী হামলা তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কায়েস নওয়াবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইশতিকলাল হাইস্কুলের কাছে বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। যেখানে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিল।

ঘটনাস্থলে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, তিনি হতাহত হওয়া ১০ থেকে ১৫ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
তবে এটি পেতে রাখা বোমা হামলা নাকি আত্মঘাতী হামলা তা তিনি বলতে পারেন নি।

হাজারা অধ্যুষিত গজনী প্রদেশে তালেবানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ শত শত আফগান রাস্তায় নেমে আসে

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top