কলমাকান্দায় পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা ফেরত দিল প্রতারক

ইকবাল হাসান : নেত্রকোণার কলমাকান্দায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকের মাধ্যমে ৭৯ জন গ্রাহকের নিকট থেকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত ১ লাখ ১৯ হাজার টাকা প্রতারক কর্তৃক ফেরৎ প্রদান করা হয়।

লিখিত অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাউসাম বাজারে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজনে উঠান বৈঠকে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের বিদ্যুৎ প্রতারক মোশতাক আহম্মেদ গোলাপ জনসম্মূখে ওই টাকাগুলো ফেরৎ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল খালেক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণার পবিস জি এম মজিবুর রহমান, ওসি মো. মাজহারুল করিম, ইউপি চেয়ারম্যান মো.ওবায়দুল হক, নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, ডিজিএম আবুল কালাম আজাদ ও কলমাকান্দা পবিস এজিএম আনিসুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন ভিডিও বার্তায় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উঠান বৈঠকে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে বাউসাম গ্রামের বিদ্যুৎ প্রতারক মোশতাক আহম্মেদ গোলাপ এ অনৈতিক কাজের কথা স্বাকীর করে উপস্থিত সকলের নিকট ক্ষমা চেয়ে বিদ্যুৎ সংযোগের ৭৯ জন বিদ্যুৎ গ্রাহকের ঘুষের কয়েক লক্ষ টাকা জন সম্মূখে ফেরত প্রদান করেন।

উল্লেখ্য উপজেলার আটটি ইউনিয়নে একটি দালাল চক্র নিড়িহ গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা
হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে।

Share this post

scroll to top