করোনা হাসপাতাল হচ্ছে মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে দেশটির মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলোকে অস্থায়ী হাসপাতাল বা কোভিড সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার শহর কর্তৃপক্ষ একথা জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বা করোনার হালকা উপসর্গ থাকা রোগীদের পাঁচ তারকা হোটেলে রেখে চিকিৎসা করা হবে। চিকিৎসকরাই ঠিক করবেন, কে হাসপাতালে চিকিৎসা নেবেন আর কে হোটেলে। আপাতত মুম্বাইয়ের দু’টি পাঁচ তারকা হোটেলে এই কার্যক্রম শুরু হলেও পরে তা বাড়ানো হতে পারে।

করোনা মহামারিতে তৈরি হওয়া স্বাস্থ্য ও চিকিৎসা সংকট মোকাবিলায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালগুলো শহরের চার ও পাঁচ তারকা হোটেলগুলোর সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে। ফলে হাসপাতালগুলোতে রোগীদের জায়গা না হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

Share this post

scroll to top