করোনা রোধে ময়মনসিংহ কারাগারে বিশেষ সতর্কতা

Mymensingh Jailকরোনার বিস্তার রোধে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। গত ১০ মার্চ কারা মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছেন। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে ময়মনসিংহ কেন্দ্রীয় জেল কর্তৃপক্ষ।

দেশের সব কারাগারের সিনিয়র জেল সুপার, জেলার এবং সংশ্লিষ্ট রেঞ্জের কারা উপমহাপরিদর্শকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা ই-মেইলে পাঠানো হয়েছে। অনুলিপি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকেও। নির্দেশনায় কারাগারে আসা নতুন বন্দিদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির বলেন, খাবারের পুষ্টিগত মান নিশ্চিত করা, সন্দেহভাজন কোনো বন্দির জামিননামা কারাগারে এলে মুক্তি দেয়ার আগে স্থানীয় সিভিল সার্জনকে অবগত করা ও তার নির্দেশনা অনুযায়ীই বন্দি মুক্তির ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। করোনার বিস্তার রোধে কারা অধিদফতর থেকে যেসব নির্দেশনা দেয়া হচ্ছে তা শতভাগ পালন করা হচ্ছে। ১০ মার্চের নির্দেশনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

Share this post

scroll to top