করোনা ভাইরাস আতংকে নেত্রকোনা সীমান্তে নিরাপত্তা জোরদার

করোনা ভাইরাস আতংকে নেত্রকোনার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সদর হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। বন্ধ রয়েছে সীমান্ত এলাকায় বসবাসরত আদিবাসীদের এপারওপার যাতায়ত ।তবে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিষয়ে সীমান্তে কড়া নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গম এলাকা দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা ভারতের মেঘালয়ের জিরো পয়েন্টে অবস্থিত হওয়ায় প্রতিনিয়তই দু’পারের আদবাসীরা স্বজনদের সাথে যোগাযোগ করতো। গেল কিছুদিন আগে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস দেখা দেয়ায় সীমান্ত এলাকায় অবৈধ পথে আসা লোকজনের যাতায়তে কড়া নজরদারি করছে বিজিবি।তাই স্বজনদের সাথে যোগাযোগ করতে না পেরে ক্ষুব্ধ আদিবাসীরা।

তবে বিজিবির টহলকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নিরাপত্তা আরো জোরদার রাখার দাবি এলাকাবাসীর।এদিকে, এ বিষয়ে সীমান্ত এলাকার হাসপাতালগুলোকে আইসোলেশন ওয়ার্ড খোলার কথা জানান জেলা সিভিল সার্জন। সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

Share this post

scroll to top