করোনা থেকে সুস্থ হলেন আরো ২৩ পুলিশ সদস্য

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে আরো ২৩ পুলিশ সদস্য মঙ্গলবার রাজারবাগ পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

এখন পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে রাজারবাগ হাসপাতাল ছাড়লেন।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো: সোহেল রানা বলেন, ‘উন্নত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আক্রান্ত পুলিশ সদস্যরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

তিনি জানান, আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী তাদের দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দুবারই রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দেশে দায়িত্ব পালনকালে মঙ্গলবার পর্যন্ত ১৮৭৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মোট করোনা আক্রান্তদের মধ্যে ৮৬৫ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য বলে পুলিশ সদর দফতর সূত্র ইউএনবিকে নিশ্চিত করেছে।

ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

সূত্র জানিয়েছে, বর্তমানে ৪৯৬১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। ১১৫৯ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র : ইউএনবি

দেখুন:

Share this post

scroll to top