করোনা: এবার স্থগিত বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশে যেন কমছেই না। দেশে এই পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গিয়েছেন ১৫০২ জন। এই অবস্থায় ক্রিকেটারদের অনুশীলনের অনুমতিই দিতে পারছে না বিসিবি। আর সিরিজ খেলা তো অলীক কল্পনার মতো।

আর সেই কারণেই নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ স্থগিত করেছে বিসিবি। মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। আগস্ট-সেপ্টেম্বরে ঢাকায় সিরিজটি খেলতে আসার কথা ছিল নিউ জিল্যান্ডের। আর এটি ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বিসিবি পরস্পরের সঙ্গে আলোচনা করে সিরিজটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেবে।

নিজেদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসের এই বিপর্যয়ের সময়ে আগস্টে একটা পুরো ক্রিকেট সিরিজ আয়োজন করা চ্যালেঞ্জের মতো। এছাড়াও এক টা সিরিজের সঙ্গে জড়িত থাকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ। তাদের সুরক্ষার বিষয়ও রয়েছে। আর সবমিলিয়ে আমরা এটা আয়োজন করতে পারছি না।’

নিউ জিল্যান্ড ক্রিকেটের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি অবশ্যই নিউ জিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ দিবো এই বিপর্যস্ত পরিস্থিতি বুঝার জন্য এবং এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণকে সমর্থন দেওয়ার জন্য। আমরা বুঝতে পারছি, দুই দলের ক্রিকেটার এবং অফিসিয়ালরা চরম হতাশ হয়েছেন। আর দুই দেশের ক্রিকেট ভক্তদের কথা আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই। এই অবস্থায় বিসিবি এবং নিউ জিল্যান্ড ক্রিকেট পরবর্তী সুবিধাজনক সময়ে সিরিজটি পিছিয়ে নেওয়াটা সমীচিন মনে করছে।’

Share this post

scroll to top