করোনা উপসর্গ নিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপন, শ্বশুরের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বশুর বাড়িতে আত্মেগোপনে থাকার উপসর্গ নিয়ে শ্বশুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুরের দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল ফাত্তাহ এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েকদিন আগে ঢাকা থেকে নিজের দোকানের মালামাল ক্রয় করে পাথরঘাটা আসেন। তার পর থেকেই তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেসনে রাখেন। এর কিছুদিন পরে একইভাবে তার শ্বাশুড়ির উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠালে পজেটিব আসে। এরপর থেকে তার শ্বশুরের উপসর্গ দেখা দিলে কোন চিকিৎসা না নিয়ে তিনি বাড়িতে থাকেন। পরে সেই উপসর্গ নিয়েই তার মৃতু হয়।

ডা. মো. আবুল ফাত্তাহ জানান, আমাদের কাছে এরকম একটি মৃত্যুর খবর এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক পাঠানো হয়েছে তার নমুনা সংগ্রহ করে রির্পোটের জন্য পাঠানো হবে।

Share this post

scroll to top