করোনায় ময়মনসিংহে অশোভন আচরণের শিকার ডাক্তার এখন প্রশাসন ক্যাডারে

হামিদা মুস্তফা সেঁওতিগত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হামিদা মুস্তফা সেঁওতির করোনা পজেটিভ আসে। পরে তিনি ময়মনসিংহে ডাক্তার হিসেবে কর্মরত স্বামীর কাছে ফিরে আসেন। এখবর ময়মনসিংহের চড়পাড়া এলাকার নয়াপাড়াতে জানজানি হলে এদম্পত্তিকে স্থানীয় লোকজন বাসা থেকে জোড়পূর্বক বের করে দেন। এনিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয় তখন। এদিকে নতুন খবর এসেছে এ ডাক্তার দম্পত্তির সংসারে।  করোনাজয়ী চিকিৎসক হামিদা মুস্তফা সেঁওতিকে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে ‘সহকারী কমিশনার’ হিসেবে সুপারিশ করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী ডা. পিয়েল আহম্মেদ খাঁনসহ পরিবারের সদস্যরা।

Share this post

scroll to top