করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে, ২৪০০ ছাড়াল

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র হুবেই প্রদেশে নতুন করে আরো ৯৬ জনের মৃত্যুর পরে রোববার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪০০ ছাড়িয়ে গেছে। বেশীর ভাগের মৃত্যু হয়েছে প্রদেশের রাজধানী উহানে।

হুবেই হেলথ কমিশন তাদের সর্বশেষ এ হিসাব প্রকাশ করে বলেছে, হুবেই প্রদেশে নতুন করে আরো ৬৩০ জন ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,০০০।

করোনা ভাইরাস আরো ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু কিছু এলাকায় এই ভাইরাস নতুন ঝুঁকি তৈরি করায় আতঙ্ক দেখা দিয়েছে।

Share this post

scroll to top