করোনায় উপকর কমিশনারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কর অঞ্চল-৩ এর উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা মারা গেছেন।

সোমবার (৮ জুন) রাতে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুধাংশু কুমার সাহার স্ত্রী মানষী সাহা, তাদের সাত বছরের মেয়ে সাঁঝবাতি, গৃহকর্মীও করোনায় আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন এ তথ‌্য জানিয়েছেন।

এদিকে, সুধাংশু কুমার সাহার মৃত্যুতে গভীর শোক গভীর প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শোক বার্তায় তিনি মেধাবী এ কর্মকর্তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিসিএস (ট্যাকসেশন) ২৭তম ব্যাচের এ কর্মকর্তা কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত। ২৮ মে সুধাংশু কুমার সাহার নমুনায় করোনা পজেটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ওই দিন তাকে ঢাকা মেডিক‌্যালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মারা গেছেন।

Share this post

scroll to top