করোনায় আক্রান্ত লিয়াকত আলী লাকী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লিয়াকত আলী লাকী সোমবার (১৬ নভেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনা ভাইরাস টেস্ট করাতে গিয়ে ফলাফল পজিটিভ আসে।

লিয়াকত আলী লাকীর পারিবারিক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার তেমন উপসর্গ নেই। পরীক্ষার ফল পাওয়ার পর তিনি আইসোলেশনে আছেন।

লিয়াকত আলী লাকী ২০১১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

Share this post

scroll to top