করোনার সংক্রমণ কমলেও ভারতে দৈনিক মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে টানা দুইদিন ৯০ হাজারের বেশি সংক্রমণের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তা কমে এসেছে। তবে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে দেশটিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানা গেছে।

ভারতে একদিনে আরও ৭৫ হাজার ৮০৯ জনের করোনা পজিটিভ হয়েছে। গত দুদিনের চেয়ে এই সংখ্যা কম হলেও বিশ্বে তা সর্বোচ্চ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছিল ভারত। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৮০ হাজার ৪৪২ জন। ৬৩ লাখের বেশি সংক্রমণ নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র।

একই সময়ে ভারতে রেকর্ড ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। এই মহামারিতে দেশটিতে মারা গেছেন ৭২ হাজার ৭৭৫ জন। সংক্রমণ ও মৃত্যু শঙ্কা বাড়ালেও সুস্থতার হিসাব আশা জাগাচ্ছে।

৩৩ লাখ ২৩ হাজার ৯৫০ জন করোনা জয় করেছেন, একদিনে ৭৩ হাজারের বেশি। সুস্থতার হার বেড়ে ৭৭.৬ শতাংশ। এ পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

Share this post

scroll to top