করোনার কারণে বন্ধ হয়ে গেলো ফুলবাড়ীয়ায় বিনোদন পার্ক

আলাদীনস পার্কময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বন্ধ হয়ে গেলো বিনোদন পার্ক আলাদীনস ও সন্তোষপুর বনাঞ্চল। স্থানীয় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে বিনোদন স্থান দুটি করোনার কারণে বন্ধ করে দেয়।

ফুলবাড়ীয়া নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক জানান, ফুলবাড়িয়ায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫ জন। তাদের সকলেই বিদেশ ফেরত। আপাতত বিনোদন পার্ক দুটি বন্ধ করে দেয়া হয়েছে। সন্তোষপুর বনের ৪ শতাধিক বানর দশনার্থীদের খাবারের উপর নির্ভরশীল হওয়ায় বানরগুলোর জন্য খাবরের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, নতুন করে কোনো প্রবাসী পেলেই তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। আপাতত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share this post

scroll to top