করোনায় মারা গেলেন আরও ১ পুলিশ সদস্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তৌহিদুল ইসলাম নামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ হারালো ৩৭ পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, তৌহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

তৌহিদুল ইসলামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, করোনা থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত অনেকেই সুস্থ হয়েছেন। তবে করোনায় ৩৭ পুলিশ মারা গেছেন।

Share this post

scroll to top