ওসামার ছেলে হামজাও নিহত!

ওসামা বিন লাদেনের ছেলে ও আল কায়েদা সংগঠনের নতুন নেতা হামজা বিন লাদেন মারা গেছেন বলে জানানো হয়েছে। বুধবার এই ঘোষণা করেছে আমেরিকা। তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। এমনকি তার মৃত্যুর পিছনে ওয়াশিংটনের কোনো হাত রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বুধবার সকালে হামজার মৃত্যুর কথা প্রথম প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদসংস্থা এনবিসি। যদিও সেই সময় ঘটনার কথা স্বীকার করতে চাননি মার্কিন গোয়েন্দা দফতরের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টি তিনি জানেন। তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৮ সালে আল কায়েদা প্রকাশিত তার শেষ ভাষণে আরব বদ্বীপের বাসিন্দাদের বিদ্রোহের ডাক দিয়েছিলেন যুবক হামজা। পাশাপাশি, সৌদি আরবকে হমকি দিয়েছিলেন তিনি।

তিরিশ বছর বয়সী হামজার সন্ধান দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী নেতা হিসেবেও ঘোষণা করা হয়। গত নভেম্বর মাসে তার নাগরিকত্ব খারিজ করে দেয় সৌদি আরব।
মার্কিন যুক্তরাষ্ট্রই ইতোপূর্বে পাকিস্তানে বিশেষ অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে।

Share this post

scroll to top