এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন যে ব্যর্থ হয়েছে প্রার্থীর উপর একের পর এক হামলা তার প্রমাণ। দেশের কোন স্থানে নির্বাচনের পরিবেশ নেই। বিশেষ করে নোয়াখালীর ৬টি আসনে প্রার্থীদের গণসংযোগ করতে দিচ্ছেনা। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না।

পুলিশের ন্যক্কারজনক ভূমিকার নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা দেবে। আর পুলিশ যদি প্রকাশ্য গুলি চালায় তাহলে জনগণকে নিরাপত্তা কে দেবে। তিনি সোনাইমুড়ী থানার ওসি আঃ মজিদের বিচারের দাবী জানান।

ব্যারিস্টার মওদুদ আহমেদ রবিবার সকাল ১১টায় পুলিশের গুলিতে আহত বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় সংসদের নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়ী আসনের বিএনপি প্রার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেখতে এসে সাংবাদিক সাথে আলাপকালে কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী মোঃ শাহাজাহান, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সেক্রেটারী অ্যাডভোকেট আঃ রহমান প্রমুখ।

মওদুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে গণসংযোগে বাধা, প্রার্থীদের হামলা গুলি চালাচ্ছে কিন্তু এসব বিষয় কমিশন কোন ব্যবস্থা নিচ্ছেনা। তিনি অবিলম্বে হামলা মামলা গ্রেফতার বন্ধ করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান। পরে তিনি আ.লীগের হামলায় আহত সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালামকে হাসপাতালে দেখতে যান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top