এসএসসির ফল: শিক্ষামন্ত্রীর লাইভে প্রশ্ন করা যাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (৩১ মে) সকাল ১০টায় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। মন্ত্রীর বক্তব্য ফেসবুকে লাইভ করা হবে। এ সময় কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে প্রশ্নের জবাব দেওয়া হবে।

শনিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় পাঠানো হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে পাঠানো হবে।’

করোনা মহামারি কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংস্থলে না আসতে অনুরোধ করা হয়েছে।

Share this post

scroll to top