এবার রাহুলকে হারালো ভারত

মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পর এবার ভারত হারালো লোকেশ রাহুলকে। নেটে ব্যাটিং অনুশীলনের সময় কব্জির চোট তাকে ছিটকে দেয় সিরিজের মাঝ পথেই।

এক টুইটে রাহুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেটে কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এর আগে দুই পেসার শামি-উমেশ চোটে পড়ে দল থেকে ছিটকে যান। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির শিকার হয়ে দুই পেসারের পথে হাঁটেন রাহুল।

প্রথম দুই টেস্টের একাদশে ছিলেন না সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত এই ব্যাটসম্যান। তবে দলের ব্যাটিং শক্তি বাড়াতে এবার ভাবা হচ্ছিল তাকে। এর মধ্যেই ইনজুরি সর্বনাশ করে দিয়েছে সব।

বিসিসিআই জানিয়েছে, রাহুলের চোট সারতে লাগতে পারে তিন সপ্তাহ। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে তিনি চলে যাবেন ব্যাঙ্গালুরুর জাতীয় একাডেমিতে। সেখানেই চলবে এই ডানহাতি ব্যাটসম্যানের পুনর্বাসন প্রক্রিয়া।

Share this post

scroll to top