এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটাররা

গত তিনদিন ধরে অগ্নিগর্ভ ভারতের রাজধানী নয়াদিল্লি। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এবার এ নিয়ে মুখ খুললেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা।

যুবরাজ এক টুইট বার্তায় লেখেন, ‘দিল্লিতে এ সব কী হচ্ছে? অত্যন্ত হৃদয় বিদারক! সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। আশা করব প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই পরিস্থিতির উত্তরণ ঘটাবে। দিনের শেষে আমরা তো সবাই মানুষ। আমাদের উচিত একে অপরকে ভালবাসা ও শ্রদ্ধা করা।

এই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘দিল্লি জ্বলছে’।

অপর আরেক ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ লেখেন, ‘‘দিল্লিতে যা ঘটছে সেটা দুর্ভাগ্যজনক। সবার কাছে আমার অনুরোধ শান্ত থাকুন আর দিল্লিতে শান্তি বজায় রাখুন। যে কোনো আঘাত ও ক্ষতি দেশের রাজধানীর গায়ে দাগ তৈরি করবে। আশা করব সবাই শান্তি বজায় রাখবেন।’

হরভজন সিং লেখেন, ‘নিজেরাই নিজেদের কেন মারছ? সবাইকে অনুরোধ করছি দয়া করে নিজেদের আঘাত করবেন না।’

সূত্র: এনডিটিভি

Share this post

scroll to top