এবার তুরস্কে তৈরি সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনিরা

এবার তুরস্কে তৈরি সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনিরা। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এ দাবি করেছে।

হুথিদের দাবি, তারা সৌদি সামরিক জোটের একটি ড্রোন উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে ভূপাতিত করেছে। ড্রোনটির নির্মাণকারী দেশ হচ্ছে তুরস্ক।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রবিবার তার টুইটার একাউন্টে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী তুরস্কে নির্মিত কারায়েল নামক একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোনটি পরিচালনা করেছিল সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

জেনারেল সারিয়ি জানান, ড্রোনটি জাওফ প্রদেশের আল-মারাজিক এলাকার আকাশে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। ইয়েমেনে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়েই ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ ক্ষেপণাস্ত্র এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে ইয়েমেনের হুথি যোদ্ধারা ও তাদের সমর্থিত সেনারা ধীরে ধীরে রুখে দাঁড়িয়েছে এবং ইয়েমেনিরা এখন নিয়মিতভাবে পাল্টা হামলা চালাচ্ছে।

Share this post

scroll to top