এবার উহানেই ১১ হাজার শিক্ষার্থীর সমাবর্তন

বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন বন্ধ থাকলেও গত রবিবার (১৩ জুন) উহানের সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। কোনো রকম স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করেই এতে জমায়েত হয়েছেন স্নাতক পর্যায়ের ১১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী!

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকলে গাঢ় নীল রংয়ের গাউন পরে উপস্থিত হন। করোনাবিধির কারণে ২০২০ সালে না হওয়া সমাবর্তন ছিল এটি। এসময় উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যত কামনা করেন।

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় চীনের উহানে। এরপর থেকেই করোনা কেড়ে নিচ্ছে কোটি কোটি প্রাণ। স্থবির হয়ে গেছে বিশ্ব। প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসময় উহানের স্বাভাবিক এই জীবন ধারায় অবাক পুরো বিশ্ব।
সূত্র: সাউথ চাইনা মর্নিং পোস্ট

Share this post

scroll to top