এবছর সৌদি ছাড়তে হবে ১২ লাখ প্রবাসী কর্মীকে

করোনা পরিস্থিতির কারণে সৌদি শ্রমবাজারে ১২ লাখ বিদেশী কর্মীকে ২০২০ সালে চাকরিচ্যুত করা হবে বলে জানা গেছে। যদিও সৌদি সংবাদ মাধ্যম বলছে, করোনা সঙ্কটের প্রভাব সত্ত্বেও সৌদি আরবে বেকারত্বের হার ২০২০ সালের শেষ পর্যন্ত ১২ শতাংশই বজায় থাকবে।

সৌদি জয়েন্ট স্টক কোম্পানি যাদওয়া ইনভেস্টমেন্ট ‘সৌদি শ্রমবাজারের উন্নয়নের’ বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন অনুসারে যে সকল খাতে বিদেশি কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে সেগুলো হলো : আতিথেয়তা, রেস্তোঁরা ব্যবসা, খাদ্য ব্যবস্থাপনা ‍ও প্রশাসনিক কার্যক্রম যার মধ্যে রয়েছে নির্মাণ খাত, ট্রাভেল এজেন্সি, ভাড়া, ইজারা ও নিরাপত্তা ব্যবস্থা।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে সৌদিতে ব্যবসায়ের পরিবেশ এই বছরের মাঝের দিকে ধীরে ধীরে উন্নত হবে। বিশেষ করে শেষ প্রান্তিকে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি সৌদি নাগরিকদের কর্মসংস্থানের ভাল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : গালফ নিউজ

Share this post

scroll to top