এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলেন মন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন ‘বেতন কাঠামোতে কোনো বৈষম্য থাকলে তা দূর করা হবে। এখন কেউ বেতন কম পেলে পরের মাসের বেতনের সাথে বকেয়া হিসেবে তা পরিশোধ করা হবে।’ মঙ্গলবার বিকেলে শ্রম ভবনের সম্মেলন কক্ষে আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, পোশাক শ্রমিকদের সব দাবি আগামী এক মাসের মধ্যে পূরণ করা হবে।

এর আগে বিকেল ৪টায় শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

টানা চারদিন অসন্তোষের পরে পোশাক শ্রমিকদের প্রতিনিধি ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে সরকার। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এর আগে শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানম সাংবাদিকদের বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনে আজকের এই বৈঠক।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক অসন্তোষ দূর করতে একটি কমিটি করা হবে। সেখানে মালিকপক্ষের ৫ জন, শ্রমিক প্রতিনিধি ৫ জন, বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জন, শ্রম মন্ত্রণালয়ের ১ জন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি থাকবেন। তাদের সুপারিশের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top