একুশে বইমেলায় দুই বই নিষিদ্ধ করলো হাইকোর্ট

দিয়ার্ষি আরেফিনের লেখা ‘নানীর বাণী ও দ্য আরেফিন’ বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, চলমান একুশে বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ-সংক্রান্ত একটি আবেদন আমলে নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বই দুটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ও বিদ্বেষমূলক কথা থাকার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভুইয়া বিষয়টি আদালতের নজরে আনেন।

অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া জানান, বই দুইটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। একুশে বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে।

Share this post

scroll to top