উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা সাঈদের পরিবার

লঞ্চডুবিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ফল ব্যবসায়ী আবু সাঈদের পরিবার।

সোমবার (২৯ মার্চ) সকালে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদও আছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ঘুপপাড়া গ্রামে আবু সাঈদের (৪০) বাড়ি। ঢাকার বাদামতলী থেকে ফল নিয়ে মুন্সীগঞ্জে বেচতেন তিনি। স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঢাকার বাদামতলী থেকে ফল নিতে বন্ধু ফল ব্যবসায়ী সোহাগের সঙ্গে সকালে লঞ্চে উঠেছিলেন। সোহাগ লঞ্চ ডুবে যাওয়ার আগেই লাফিয়ে বাঁচতে পারলেও লঞ্চ থেকে বের হতে পারেননি আবু সাঈদ।

আবু সাঈদের স্ত্রী নূর জাহান জানান, তাদের সজিব (১৪) এবং সামির (৫) নামের দুটি ছেলে আছে। স্বামীর ব্যবসায় তাদের সংসার চলত।

Share this post

scroll to top