উপজেলা দিবসে ময়মনসিংহে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি

২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ময়মনসিংহে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে এ র‌্যালির আয়োজন করে জেলা জাতীয় পার্টি। দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের বাসভবন সুন্দরী মহল থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ‚ড়া চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়্যালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রওশন এরশাদ। তিনি আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

এ আয়োজনে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. কে আর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহানগরের সভাপতি আব্দুল আওয়াল সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ মার্চ এক অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর ৪৬০ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

Share this post

scroll to top