ঈশ্বরগঞ্জ ভেঙ্গে প্রস্তাবিত নতুন থানায় সংযুক্তির প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চার ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন ‘আঠারবাড়ি থানা’য় সংযুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাটিয়া ইউনিয়নের বাসিন্দারা। ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুর আহŸাIshwarganj Human Chainনে গতকাল রবিবার উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসারে মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০১০ সালের ফেব্রুয়ারিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করেন তদন্তকেন্দ্রটি। আঠারবাড়ি ও সরিষা ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি ও মামলার তদন্ত হতো কেন্দ্রটিতে। এ অঞ্চলে বৃহৎ বাজার হওয়ায় এলাকাটিতে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তদন্ত কেন্দ্রটির প্রয়োজনীয়তা ছিলো। কিন্তু রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রটিকে আঠারবাড়ি পূর্ণাঙ্গ থানা করার দাবিতে ইউনিয়নটির লোকজন দাবি তোলে নানা কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর দাবির বিষয়টি বিবেচনা নিয়ে ইতোমধ্যে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রটিকে আঠারবাড়ি থানা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়ন ভেঙে নতুন এ থানা গঠনের কার্যক্রম চলছে। নতুন থানায় আঠারবাড়ি ও সরিষা ইউনিয়নের পাশাপাশি জাটিয়া ও সোহাগী ইউনিয়নকেও নতুন সংযুক্ত করা হচ্ছে।

নতুন থানায় উপজেলার পার্শ্ববতী জাটিয়া ইউনিয়ন যুক্ত হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে বাসিন্দাদের মধ্যে। ওই ইউনিয়নের নাগরিকরা আঠারবাড়ি থানার সাথে সংযুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। কোনো মতেই আঠারবাড়ি থানার সাথে সংযুক্ত হতে চান না বাসিন্দারা। ঈশ্বরগঞ্জ থানার সাথেই যুক্ত থাকতে রোববার দুপুরে মানববন্ধন করেন জাটিয়া ইউনিয়নের বাসিন্দারা।

জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হক ঝন্টু বলেন, যেখানে ঈশ্বরগঞ্জ থানায় আমরা সহজে কম সময়ে আসতে পারি সেখানে আঠারোবাড়ি ১৫ কি. মি. যেতে আমাদের অনেক সময় নষ্ট হবে। আমরা জাটিয়া ইউনিয়নবাসী তা কখনো মানবো না। প্রয়োজন হলে এর চেয়েও কঠোর আন্দোলনে গড়ে তুলা হবে।

Share this post

scroll to top