ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুর রশিদ নামে এক ডাক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) বিকেলে ওই দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়ে হাতপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, উপজেলার পৌর সভার দত্তপাড়া এলাকার ডা. আব্দুর রশিদ (৭০) সোমবার বিকেলে মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে চরহোসেনপুর মার্কাজ মসজিদে নামাজের উদ্দেশ্য রওয়ানা হন। এমন সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চরহোসেনপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি ড্রামট্রাক এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন ডা. আব্দুর রশিদ। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ অবস্থায় সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটকে করে থানায় আনা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top