ঈশ্বরগঞ্জে মূর্তি-পূজার নামে অবৈধভাবে বাজার দখল : উচ্ছেদ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার : অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঈশ্বরগঞ্জে প্রশসিংত হয়েছেন ইউএনও।

বুধবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া। আর এতে স্থানীয় প্রভাবশালীরা ইউএনও’কে বেকায়দায় ফেলতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

জানাযায়, উচাখিলা বাজারের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালীরা। শুধু জায়গা দখল করেই ক্ষান্ত হয়নি বরংচ প্রভাবশালী চক্রটি পূজার নাম করে অস্থায়ী শেড তৈরি করে মন্দির বানিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো দীর্ঘদিন ধরে। এতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময় প্রশাসনের দারস্ত হয়েছে। অবশেষে বুধবার স্থানীয় প্রশাসন উচাখিলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ এটি সরকারি নিয়মিত কাজের অংশ। আমি কোন মন্দির ভাংচুর করিনি। উপজেলা পূজা উদযান কমিটির সভাপতিকে সাথে নিয়েই বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

Share this post

scroll to top