ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে প্রায় ৭লাখ টাকার মাছ নিধন

মাছ নিধনময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মাছ নিধনে প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আশ্রবপুর গ্রামের মৎস্য চাষী আব্দুর রহিম দীর্ঘ দিন ধরে ৪৫শতাংশের একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। এবারও তিনি ওই পুকুরে ২লাখ ৫০হাজার টাকার পাবদা ও দেশী মাছ চাষ করেন যা কয়েক দিন পর ৭ থেকে ৮লাখ টাকায় বিক্রি হতো। কিন্তু বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে ফেলে। সকালে পুকুর পাড়ে গিয়ে মরা মাছ ভেসে ওঠতে দেখে অজ্ঞান হয়ে পড়েন চাষী আব্দুর রহিম। এখবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ছুটে আসেন পুকুর পাড়ে।

ক্ষতিগ্রস্থ আব্দুর রহিম বলেন, এই পুকুরটিই আমার আয়ের একমাত্র অবলম্বনছিল। অনেক কষ্ট করে আড়াই লাখ টাকা ব্যয় করে পাবদা ও দেশি মাছ চাষ করেছিলাম। সেই মাছ দুর্বৃত্তরা বিষ প্রয়োগে মেরে ফেলায় আমি নিস্ব হয়েগেছি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এখনো কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top