ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৪০ হাজার টাকা প্রদান মুদিদোকানির

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ক্ষুদ্র মুদি দোকানি তার ব্যবসার মূল অংশ থেকে ৪০হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মুদিদোকানি পরিতোষ চন্দ্র সরকার ওই টাকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।

পরিতোষ চন্দ্র সরকার জানান, বর্তমান করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেও প্রধানমন্ত্রীর ওই ডাকে সাড়া না দিয়ে বিত্তবানদের অনেকেই ঘাপটি মেরে আছেন বলে একটি দৈনিক পত্রিকায় সংবাদ পড়ে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কিছু নগদ টাকা দিতে উবুদ্ধ হন। পরে মঙ্গলবার দুপুরে ৪০হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিজ হাতে হস্তান্তর করেন।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর গ্রামের স্বর্গীয় মণিন্দ্র চন্দ্র সরকারের ছেলে পরিতোষ চন্দ্র সরকার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মার্কেটে ১০ বছর যাবৎ পরিতোষ স্টোর নামের একটি ক্ষুদ্র মুদিদোকান চালান। তার সম্পত্তি বলতে বাড়ি ভিটে আর এই মুদিদোকান। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে দিতে পারলেও ছেলেকে এখনো কোন কাজ জোটিয়ে দিতে পারেনি তিনি। অনেক কষ্ট করে ছেলেকে এইচ.এস.সি পর্যন্ত লেখা-পড়া করিয়ে আর্থিক অনটনের জন্যে থেমে যেতে হয়েছে। ছোট্ট মুদিদোকানের আয়ে কোন রকমে সংসার চললেও আজ তিনি দাতা হিসেবে বড় উদাহরণ।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, স্বপ্ল আয়ের একটি মুদিদোকানি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৪০ হাজার টাকা জমা দিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই উদাহরণ অন্যান্যদের উদ্বুদ্ধ করবে।

Share this post

scroll to top