ঈশ্বরগঞ্জে নির্বাচনে জয়ী হয়ে গলার মালায় টাকা আদায় করলেন মেম্বার!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনে জয়ী হয়ে ফুলের মালার বদৌলতে সাধারণ ভোটারদেরকে টাকার মালা দিতে বাধ্য করেছেন এক বিজয়ী মেম্বার। যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। এ ধরনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। এর মাধ্যমে অর্থ ও পেশিশক্তির বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায় , ৭ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতিকুল ইসলাম পিয়াস জয় লাভ করেন। এরপরই তিনি নিজের জনপ্রিয়তা যাচাই করতে গলায় টাকার মালা ঝুলিয়ে বের হন। তাকে এলাকার লোকজন কেমন ভালবাসে তা আরও যাচাইয়ের জন্য ক্ষমতার অপব্যবহার করে মুনাফা অর্জনের লক্ষ্যে কার চেয়ে কে বেশি টাকা দিতে পারে এমন প্রতিযোগীতা তৈরি করেন।

সূত্রে জানাযায়, একদিনেই বিজয়ী মেম্বার আতিকুল ইসলাম পিয়াস গলায় টাকার মালা ঝুলিয়ে লক্ষাধিক টাকা আদায় করেছেন। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।

এব্যাপারে মেম্বার প্রার্থী আতিকুল ইসলাম পিয়াস ময়মনসিংহ লাইভকে বলেন, এলকাবাসী আমাকে ভালবেসে গলার মালায় পিন দিয়ে টাকা আটকিয়ে দিয়েছে। এটা আমাকে ভালবাসার বহি:প্রকাশ।

Share this post

scroll to top